নীল তিমি আকারে ২০০ টন পর্যন্ত হতে পারে। তবে গড়ে এরা ১০০ থেকে ১৫০ টন হয়ে থাকে। খাবারের সন্ধানে নীল তিমি বছরে হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা ক্রিল নামের এক ধরনের চোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। নীল তিমির পেট ভরতে ১ টন বা ১০০০ কেজি ক্রিল দরকার হয়। তবে এরা সারা দিনে প্রায় ৩৬০০ কেজি ক্রিল খায়। নীল তিমি সাগরের ৩১৫ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। জন্মের সময় নীল তিমির বাচ্চার ওজন হয় প্রায় তিন টন। লম্বায় হয় প্রায় ২৫ ফুট। জন্মের পর ছয় মাস প্রতিদিন সে প্রায় ৫০০ লিটার দুধ পান করে। দীর্ঘদিন বাঁচে নীল তিমি। গড়ে তাদের আয়ু ৮০ থেকে ৯০ বছর।

Z@kir Hoss@in

- Where we come from, where we are now and where am I heading to are very important in our life. “Thanks to Almighty Allah”.