Google Map এ নিজের বাড়ি, বাড়ির রাস্তা, অফিসের ঠিকানা, দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশন যুক্ত করবেন যেভাবে ! ।
🌎 How to Add a Location or Place in Google Maps ?
গুগল ম্যাপ একটি বিনামূল্যে অনলাইন ম্যাপিং পরিষেবা যা বিশ্বজুড়ে স্থান, ব্যবসা, রুট এবং অন্যান্য তথ্য দেখায়। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ ( Google Maps ) পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে।
প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেয়া যায়- দূরত্ব, সময় ও রুট।
🌐 এমনকি ঘরে বসেই গুগল ম্যাপের মাধ্যমে ঘুরে আসতে পারেন বিশ্বের বিভিন্ন স্থান। আপনার বাড়ির লোকেশনও যুক্ত করতে পারেন গুগলে। এতে কাউকে রাস্তা একে আপনার বাড়ি চেনাতে হবে না। গুগলেই তিনি লোকেশন দেখে নিতে পারবেন।